আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

১২ মার্চ আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ১২ মার্চ।। পদপ্রত্যাশীদের মাঠে দৌড়ঝাঁপ

আখাউড়া, রাজনীতি 8 March 2022 ২১৮

আখাউড়া।।

দীর্ঘ ১০ বছর পর আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। ১২ মার্চ সকালে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সম্মেলনে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এদিকে সম্মেলনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা মাঠে নেমেছেন। পদপ্রত্যাশীরা তাদের অনুগতদের নিয়ে শলাপরামর্শ ও কর্মপন্থা নির্ধারণ করছেন। ইতিমধ্যেই সভাপতি পদে ৬জন ও সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী তাদের আগ্রহের কথা ব্যক্ত করেছেন।
জানা গেছে, সভাপতি পদে উপজেলা আওয়ামীলীগের বর্তমান আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভূইয়া, সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন আহমেদ সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল মমিন বাবুলের নাম শোনা যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ হুমায়ূন করিব মোল্লা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হালিম হেলালের নাম শোনা যাচ্ছে। তবে নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, সাধারণ সম্পাদক পদে পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের পাল্লাই ভারী। গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল সম্মেলনে নিজেকে সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষনা দেন। গত ৩ মার্চ দুপুরে পৌর শহরের আদর আলী কমপ্লেক্সের কারিমা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবদুল মমিন বাবুল।
এদিকে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে গত ১৫দিন ধরে শহরের গুরুত্বপূর্ন সড়কগুলোর উপর চলছে তোরণ নির্মানের কাজ। তোরণ নির্মানের কারনে পৌর এলাকার সড়ক বাজারে প্রতিদিনই যানযটের সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই ২০টি তোরণ নির্মিত হয়েছে। সম্মেলন পর্যন্ত তোরণের সংখ্যা আরো বাড়বে।
নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিনই নতুন নতুন তোরণ নির্মাণ হচ্ছে। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে সম্মেলনস্থল উপজেলা পরিষদের মাঠ পর্যন্ত আধা কিলোমিটার রাস্তায় অর্ধশতাধিক তোরণ নির্মাণের টার্গেট নেওয়া হয়েছে।
এদিকে গত শুক্রবার রাতে রাঁধানগরের বাসভবনে গ্রামবাসীর সাথে অনুষ্ঠিত এক সভায় সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল সম্মেলনের দিন সবার দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানিয়ে গ্রামবাসীকে সম্মেলনে উপস্থিত থাকার আহবান জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, তোরণের কারণে রাস্তায় সব সময় যানজট লেগে থাকে। তারা বলেন, তোরণ করতে আমাদের কোন আপত্তি নেই, তবে সম্মেলনের অনেক আগে তোরণ করায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। সম্মেলনের দুইদিন আগে ইচ্ছে করলে তারা তোরণ নির্মান করতে পারতেন।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সম্মেলনে সভাপতি প্রার্থী মোঃ আবুল কাশেম ভূইয়া বলেন, আমরা সুন্দর একটি সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি। নিজেকে সভাপতি প্রার্থী দাবি করে তিনি বলেন, সম্মেলন উপলক্ষে রাস্তার উপর তোরণ নির্মিত হচ্ছে। এতে কিছুটা যানজটও হচ্ছে। রাস্তার উপর এক ব্যক্তির তোরণই বেশী। তিনি বলেন, পৌর এলাকার আইন-শৃংখলার দায়িত্ব যার হতে ন্যস্ত উনার তোরণই বেশী।
এ ব্যাপারে আখাউড়া পৌরসভার মেয়র ও সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ তাকজিল খলিফা কাজল বলেন, আমরা সম্মেলনের ব্যাপারে সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি। সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী। তিনি বলেন, দীর্ঘ ১০ বছর পরে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হচ্ছে। এতে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। তিনি বলেন, সম্মেলন উপলক্ষে নেতা-কর্মীরা কয়েকটা তোরণ নির্মান করেছে। তিনি বলেন, একটা অনুষ্ঠান হলে তো সামান্য ক্রটি-বিচ্যুতি হবেই।