আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

টানা দ্বিতীয় দিনেও শনাক্ত নেই ব্রাহ্মণবাড়িয়ায় সুস্থ হয়েছেন ২৬ জন

সারাদেশ 9 March 2022 ১৬৬

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করোনা শনাক্ত রোগী নেই। একদিনে ৯৯ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত না হওয়ায় মঙ্গলবারের মতো গতকাল বুধবারও শনাক্তবিহীন দিন পার করেছে ব্রাহ্মণবাড়িয়া। চলতি মাসের ১০ দিনের মধ্যে ৫দিনই শনাক্তবিহীন অতিবাহিত হয়েছে। য় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তবিহীন। ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার বিকেল থেকে গতকাল বিকেল পর্যন্ত) ৯৯ জনের নমুনা পরীক্ষায় কেউ সংক্রমিত না হওয়ায় হার রয়েছে শূন্য শতাংশেই। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তের সংখ্যা আগের মতই- ১৩ হাজার ৬শ’ ৩১ জন। বুধবার (০৯ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের ফেসবুক পেইজে দেয়া তথ্য বিবরণীতে এ তথ্য নিশ্চিত করেছে।
একই তথ্যবিবরণীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেলফ আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণকারীদের মাঝে সুস্থ হয়েছেন ২৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩০ জন। ধারাবাহিক সুস্থতার মধ্য দিয়ে সেলফ আইসোলেশনে থাকা রোগীর সংখ্যাও ধীরে ধীরে কমছে। নতুন সুস্থ হওয়া ২৬ জনের মধ্যে ১৮ জনই জেলা সদরের, বাকি ৮ জন জেলার কসবা উপজেলার। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের মতোই- ১৮৫।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যবিবরণী অনুযায়ী, গতকালের ৯৯টি নমুনা সংগ্রহসহ এ যাবত সংগৃহীত নমুনার সংখ্যা ৮৫ হাজার ৭শ’ ৪৯টি। এর মধ্যে ৮৫ হাজার ৭শ’ ৪৪টি নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১৬ জন রোগী সেলফ আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সর্বমোট হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত ১৩,৬৩১ জনের মধ্যে সদর উপজেলায় ৫৩৫৭ জন, নাসিরনগরে ৩৯১ জন, সরাইলে ৭৭৭ জন, আশুগঞ্জে ১৩০৬ জন, বিজয়নগরে ৪২০ জন, নবীনগরে ১৯৬২ জন, আখাউড়ায় ৬৪৪ জন, কসবায় ১৮৮০ জন ও বাঞ্ছারামপুরে ৮৯৪ জন। জেলায় সর্বমোট সুস্থ হওয়া ১৩,০৩০ জনের মধ্যে সদর উপজেলায় ৫২৮১ জন, নাসিরনগরে ৩৩৬ জন, সরাইলে ৭০৮ জন, আশুগঞ্জে ১২৭০ জন, বিজয়নগরে ৩৮৭ জন, নবীনগরে ১৮৩৯ জন, আখাউড়ায় ৫৮৪ জন, কসবায় ১৮০৭ জন ও বাঞ্ছারামপুরে ৮১৮ জন। জেলায় সর্বমোট মৃত্যুবরণ করা ১৮৫ জনের মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, নাসিরনগরে ৫ জন, সরাইলে ২৫ জন, আশুগঞ্জে ২০ জন, বিজয়নগরে ৬ জন, নবীনগরে ৪৭ জন, আখাউড়ায় ২০ জন, কসবায় ৮ জন ও বাঞ্ছারামপুরে ৬ জন।