আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া যুব উন্নয়নের সহকারী পরিচালক বিরুদ্ধে স্ত্রীর মামলা।।গ্রেপ্তারি পরোয়ানা জারি

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর 10 March 2022 ২৫৭

ব্রাহ্মণবাড়িয়া।।

যৌতুক আইনে মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াকুব আলী সরকারের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী। আদালত ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বুধবার (৯ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আদালত থেকে ওই গ্রেপ্তারি পরোয়ানা পাঠায় সদর থানায়। ইয়াকুব আলী সরকার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মৌড়াইল কলেজপাড়ার বাসিন্দা। গত ২ মার্চ তার দ্বিতীয় স্ত্রী তাঈবা খানম ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামী ইয়াকুবের বিরুব্দে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ইয়াকুবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৭ ডিসেম্বর ৪ লাখ টাকা দেনমোহরে আখাউড়া দেবগ্রামের আলী আমজাদ খানের মেয়ে তাঈবা খানমের সঙ্গে ইয়াকুব আলীর দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের সময় তাঈবার বাবার বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা,ফ্রিজ,খাট,ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিলসহ ৩ লাখ ৭৫ হাজার টাকার আসবাব দেয়া হয়। কিন্তু ২ বছর আগে থেকে ইয়াকুব স্ত্রী তাঈবার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু তাঈবা বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে পারবে না বলে জানালে ইয়াকুব আরও বেপরোয়া হয়ে উঠে। ইয়াকুব এক পর্যায়ে স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করা শুরু করে।
মামলার বাদী তাঈবা খানম বলেন, ‘যৌতুকের টাকার জন্য আমার উপর চাপ দিয়ে এক পর্যায়ে মানসিক নির্যাতন করেছে আমার স্বামী। আমার বাবার পক্ষে যৌতুকের টাকা দেওয়া সম্ভব না। স্বজনরা বুঝানোর চেষ্টা করলেও আমার স্বামী কিছুই বুঝতে চাইছে না।’
এ ব্যাপারে মোহাম্মদ ইয়াকুব আলী সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আমির হোসেন বলেন,বৃহস্পতিবার দুপুরে ইয়াকুব আলীর খোঁজতে জেলা যুব উন্নয়ন কার্যালয়ে সদর থানার এ,এস,আই আবুল কালাম আসেন। তার বিরুদ্ধে পারিবারিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, আদালত থেকে ওয়ারেন্টের কাগজ পেয়েছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।