আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

আখাউড়া 10 March 2022 ১৮৭

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।আজ ১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান পালন করা হয়ে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অলোক কুমার চক্রবর্তী পরিচালনায়ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি রুমানা আক্তার। সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ মাহফুজুর রহমান।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এসময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মহসীন খানের হাতে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধণা জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মহসীন খান, একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ, পৌরসভার প্যানেল মেয়র মোঃ বাবুল মিয়া, প্রভাষক জাবেদ আহম্মেদ খান, হাজী আব্দুর রহিম, সাবেক ব্যাংকার ইকবাল আহম্মেদ খান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, অভিভাবক ও সমাজ সেবক শেখ মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম, টেলিভিশন জার্নালিস্টের সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন মামুন, মুক্তিযোদ্ধার সন্তান সহকারি শিক্ষক জীবন আক্তার, মুক্তিযোদ্ধার সন্তান ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম প্রমুখ।আলোচনা শেষে ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ক রচনা, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন উপস্থান এবং সঙ্গীত পরিবেশন করেন।এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক বাদল আহাম্মদ খান, রোবেল আহমেদ, অমিত হাসান আবির, ইসমাইল হোসেন, তানজিম জামিনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শাহিনা আক্তার, নাসিমা আক্তার, শাহনেওয়াজ খান, সামুসুল ইসলাম পলাশ, তানবীর আহমেদ প্রমুখ।