আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আগামী ২৮ মার্চ অর্ধবেলা হরতাল

জাতীয়, রাজনীতি 11 March 2022 ১৯৯

ঢাকা।।
বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে। ভোজ্যতেল, চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস বিদ্যুৎ পানির মূল্যবৃদ্ধির ‘অপতৎপরতা’ বন্ধের দাবিতে সারাদেশে এই হরতালের ডাক দেয় তারা।আজ শুক্রবার (১১ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে সিপিবি’র অফিসে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।ঐদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক সাইফুল হক, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।