আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

দীর্ঘ ১০ বছর পর আজ আখাউড়া উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন

আখাউড়া, বিশেষ প্রতিবেদন, রাজনীতি 11 March 2022 ২০৮

আখাউড়া।।
দীর্ঘ ১০ বছর পর আজ শনিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হবে আখাউড়া উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন। আজ সকাল ১০টায় আখাউড়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সম্মেলনে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ইতিমধ্যেই সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সম্মেলন প্রস্তুতি কমিটি। গতকাল শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে সম্মেলন বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন সম্মেলন প্রস্তুতি কমিটি।
এদিকে সম্মেলনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক  পদে মাঠে নেমেছেন ৯ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন। সভাপতি পদের প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বর্তমান আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভূইয়া, সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক মনির হোসেন বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল মমিন  বাবুল। অন্যদিকে সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন- উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ হুমায়ূন করিব মোল্লা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হালিম হেলাল। তবে নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, সাধারণ সম্পাদক পদে পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের পাল্লাই ভারী।
সম্মেলনে আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এবং আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এবং আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় শনিবার স্থলবন্দরের সবধরণের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই দুই এসোসিয়েশন। এতে প্রায় ৫ কোটি টাকার আমদানি-রপ্তানি ব্যাহত হবে বলে জানা গেছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন পরদিন (রোববার) তা পুষিয়ে নেয়া হবে।
আখাউড়া সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা এবং আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম যৌথ স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা  গেছে।
ওই চিঠিতে বলা হয়েছে ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এবং আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আখাউড়া উপজেলা  আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় সম্মেলনে বন্দরের সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারকসহ শ্রমিক কর্মচারি সকলের স্বতস্ফূর্ত উপস্থিতির লক্ষ্যে আগামী ১২/০৩/২০২২ ইং (শনিবার) আখাউড়া স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বাকি সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মেয়র কাজলের বড় ভাই ফোরকান আহমেদ খলিফার সাথে যোগাযোগ করলে তিনি শনিবার সম্মেলন উপলক্ষে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, সিএন্ডএফ এজেন্ট এবং আমদানি-রপ্তানিকারকের দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বন্দরের অন্যসব কার্যক্রম যথারীতি চালু থাকবে বলে তিনি জানান।
এ ব্যাপারে স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্টের প্রধান উপদেষ্টা ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন। সম্মেলন তার পক্ষে স্থলবন্দরের সব ব্যবসায়ী ও শ্রমিকরা অংশগ্রহণ করবেন। এজন্য বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ‘বিষয়টি ভারতের ব্যবসায়ীদেরও চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তবে স্থলবন্দরের আমদানি রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পার্সপোটধারীদের চলাচল স্বাভাবিক থাকবে।
এদিকে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে গত ১৫ দিন ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উপর চলছে তোরণ নির্মাণের কাজ। তোরণ নির্মানের কারনে পৌর এলাকার সড়ক বাজারে  প্রতিদিনই যানযটের সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই ২০টি তোরণ নির্মিত হয়েছে। সম্মেলন পর্যন্ত তোরণের সংখ্যা আরো বাড়বে।
নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিনই নতুন নতুন তোরণ নির্মান হচ্ছে। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে সম্মেলনস্থল উপজেলা পরিষদের মাঠ পর্যন্ত আধা কিলোমিটার রাস্তায় প্রায় অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, তোরণের কারনে রাস্তায় সব সময় যানজট লেগে থাকে। তারা বলেন, তোরণ করতে আমাদের কোন আপত্তি নেই, তবে সম্মেলনের অনেক আগে তোরণ করায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। সম্মেলনের দুইদিন আগে ইচ্ছে করলে তারা তোরণ নির্মান করতে পারতেন।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সম্মেলনে সভাপতি প্রার্থী মোঃ আবুল কাশেম ভূইয়া বলেন, আমরা সুন্দর একটি সম্মেলন করতে কাজ করছি। তিনি নিজেকে সভাপতি প্রার্থী দাবি করে বলেন, সম্মেলন উপলক্ষে রাস্তার উপর তোরণ নির্মিত হচ্ছে। এতে কিছুটা যানজটও হচ্ছে। রাস্তার উপর এক ব্যক্তির তোরণই বেশী। তিনি বলেন, পৌর এলাকার আইন-শৃংখলার দায়িত্ব যার হতে ন্যস্ত উনার তোরণই বেশী।
এ ব্যাপারে আখাউড়া পৌরসভার মেয়র ও সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ তাকজিল খলিফা কাজল বলেন, সম্মেলনের ব্যাপারে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার কথা স্বীকার করে বলেন, দীর্ঘ ১০ বছর পরে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হচ্ছে। এতে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। তিনি বলেন, সম্মেলন উপলক্ষে নেতা-কর্মীরা কিছু তোরণ নির্মান করেছে।