
আখাউড়া।।
আজ সকালে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় তিনি কবুতর ও বেলুন ওড়ান।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে পৌর এলাকার প্রধান সড়কে সকাল ৯টা থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় মানুষের দুর্ভোগ পোহাতে হয়। এ সময় সাধারণ যাতায়াতকারীদের বিকল্প পথ ব্যবহার করতে হয়েছে। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে খাবারের আয়োজন করায় সেখানে ক্লাস হয়নি। সম্মেলনকে কেন্দ্র করে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
জানা যায়, উপজেলা পরিষদ মাঠের এ সম্মেলনে হাজার চারেক মানুষের উপস্থিতি রয়েছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কমতে থাকে। সম্মেলনের চেয়ে মন্ত্রীর আগমনের প্রতি আগ্রহ ছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের। দীর্ঘ দিনপর আওয়ামী লীগের এ সম্মেলন হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনটি প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহাবুবুল আলম খোকনসহ আরো অনেকেই।