আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

বাঞ্ছারামপুর 13 March 2022 ২৮১

বাঞ্ছারামপুর।।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে নারী ইউপি সদস্য বিষপানে আত্মহত্যা করেছে।
বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য এবং ফরদাবাদ গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মোছা. লাকি মান্নান (৩৫)। তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।
শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ওসি রাজু আহমেদ জানান, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাকি মান্নান জয়লাভ করেন। লাকি ও তার স্বামী বেশ কয়েকজনের কাছে টাকা ঋণী ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় লাকি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম রাশেদ জানান, লাকি মান্নান আত্মহত্যা করেছেন বলে শুনেছি। এবার প্রথমবারের মতো নির্বাচন করে তিনি জয়লাভ করেছিলেন। আমরা গত ১৯ জানুয়ারি ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা অন্য কোনো কারণে হতাশার কারনে আত্মহত্যা করতে পারে।