আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

জাতীয় সরকারের রূপরেখা নিয়ে রব-অলির বৈঠক

রাজনীতি 14 March 2022 ২০০

ঢাকা।।

জাতীয় সরকারের রূপরেখা নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।রোববার রাতে অলির মহাখালীর ডিওএইচএসের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে তিন ঘণ্টা ব্যাপী ওই বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের বিষয়েও আলোচনা করেন এই দুই নেতা। এ সময় আরও উপস্থিত ছিলেন- এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহ-সভাপতি তানিয়া রব।কয়েক বছর ধরে নানা ইস্যুতে একসঙ্গে আন্দোলন কর্মসূচি পালন করলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘সরকার ব্যবস্থা’ নিয়ে সরকার বিরোধী জোটে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের দাবি জানালেও তাদের সঙ্গে একমত নন জোটের একাধিক শরিক।
আ স ম আবদুর রবের জেএসডি ও ২০ দলের অন্যতম শরিক কর্নেল (অব.) ড. অলি আহমদের এলডিপিসহ কয়েকটি দল জাতীয় সরকারের পক্ষে। এ দুই ফর্মুলা নিয়েই জোটের মধ্যে বিরোধ চলছে।