আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার

আশুগঞ্জ 15 March 2022 ১৯২

আশুগঞ্জ।।

আশুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি বালুর মাঠ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক কলেজ এলাকায় মহাসড়কের পাশের বালুর মাঠে কোনো এক সময়ে কে বা কারা নবজাতকটিকে রেখে যায়। বিকেলে শফিকুল ইসলাম নামে স্থানীয় এক যুবক খালের পানিতে গোসল করতে গিয়ে প্রথমে শিশুটির লাশ দেখতে পান। এরপর আশুগঞ্জ থানা-পুলিশে ফোন করা হয়। পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।