
ঢাকা।।
জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেছেন, আমরা জানি প্রধানমন্ত্রী ১৪ দলের বৈঠক ডেকেছেন। কিন্তু আমরা বৈঠকে যাচ্ছি না। আমরা এখন ১৪ দল ছেড়ে আমাদের পুরোনো অবস্থানে আছি। এই মুহূর্তে গণতন্ত্রের সংকট থেকে উত্তরণের জন্য নতুন উদ্যোগ নেওয়া উচিত বলে আমরা মনে করি। আর সেজন্য আমরা কাজ করছি।১৪ দলের শরিকদের সঙ্গে বৈঠকে বসছেন এ জোটের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গণভবনে এ বৈঠক হবে।দীর্ঘদিন পরে ডাকা এ বৈঠকে জোটের শরিক বাংলাদেশ জাসদ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেন, তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘১৪ দল মরে গেছে। আমরা আর এতে কন্টিনিউ করতে চাচ্ছি না।’২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর জোটের প্রধানের সঙ্গে শরিকদের বৈঠক হয়নি। দীর্ঘদিন ধরেই শরিকেরা প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে বৈঠকের আহ্বান জানিয়ে আসছিল।তবে বৈঠকের কোনো অ্যাজেন্ডা নেই বলে শরিক নেতারা জানিয়েছেন। তাঁরা প্রধানমন্ত্রী কী বলেন, এর ওপর ভিত্তি করে নিজেদের মতামত তুলে ধরবেন। বর্তমান সরকারে ১৪ দলের কোনো প্রতিনিধি নেই। এমনকি জোটের শরিকদের নিজের পায়ে দাঁড়ানোর বার্তা দেওয়া হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। শরিকদের গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং জোট ‘নিষ্ক্রিয়’ বলে দাবি করে এর আগে একাধিক শরিক দলের শীর্ষ নেতা গণমাধ্যমে বক্তব্যও দিয়েছেন। সম্প্রতি নির্বাচন কমিশন গঠন এবং এ–সংক্রান্ত আইন করার আগেও জোটের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি।