
নাসিরনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অগ্নিকান্ডে দুটি ঘর পুড়ে গেছে। আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদের পিছনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের লোকেরা জানান, বুধবার বিকেলে উপজেলা পরিষদের পেছনে মোঃ ওয়ালী মিয়ার বাড়িতে একটি রান্না ঘরে আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরে। এ সময় ঘরে থাকা প্রায় দেড়লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
নাসিরনগর ফায়ার সার্ভিসের দলনেতা হিমাংশু রঞ্জন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আগুনে প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।