
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকজগতের উজ্জ্বল নক্ষত্র এফ.এস জামিল পাভেল ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (১৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডস্থ অফিসে ক্লাবের সাবেক সভাপতি মরহুম রেজাউল করিম এর স্মরণে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ দায়িত্বভার তুলে দেওয়া হয়। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক তিতাস পত্রিকার সম্পাদক মরহুম রেজাউল করিম স্মরণে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন রিপোর্টার্স ক্লাবের সদস্য জাকির হোসেন জিকু। এ সময় ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর এফ.এস জামিল পাভেলকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন ক্লাবের সদস্যগণ। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, প্রগতিশীল জোটের আহ্বায়ক কমরেড নজরুল ইসলাম, ঐক্যন্যাপের সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি খায়রুল কবির, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, দপ্তর সম্পাদক আবু সোহেল সরকার, সদস্য মনিরুজ্জামান মনির, আলমগীর, জাহিদ হাসান রতন, জসিম উদ্দিন প্রমুখ।