আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে ছোট বোনের সঙ্গে অভিমান করে বড়বোনের আত্মহত্যা

সরাইল 16 March 2022 ২০৫

সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ছোটবোনের সাথে অভিমান করে বড় বোন আত্মহত্যা করেছে। বড় রিয়ামনি (১৩) উপজেলার চাঁনপুর মহিলা বোরহানিয়া মাদরাসার চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী ছিল। সে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর গ্রামের প্রবাসী ইসহাক মিয়ার মেয়ে। বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরী রিয়ামনির মৃত্যু হয়। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে রিয়ামনি ও ছোটবোন মনিকার মধ্যে গাছ থেকে বড়ই কুঁড়ানো ও খাওয়া নিয়ে ঝগড়া হয়। পরে এসব বিষয় নিয়ে রিয়ামনির মা তাকে কিছুটা শাসন করেন। পরে অভিমানে পোকা মারার ট্যাবলেট কেড়ির বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকেরা রিয়ামনিকে জেলা সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করার পর হাসপাতালে তার মৃত্যু হয়।
সরাইল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।