আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

কসবা 17 March 2022 ১৭০

কসবা।।
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীফ মিয়া (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিল্ডিং গৃহে ওয়ারিং এর নিচে পড়ে থাকা বৈদ্যুতিক লাইনে জড়িয়ে মারা যায় শরীফ। কিশোর শরীফের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শরীফ মিয়া (১৬) কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামের শাহআলম মিয়ার ছেলে। তিন ভাই আর দুই বোনের মধ্যে শরীফ দ্বিতীয়। সে পেশায় একজন ব্যাটারী চালিত অটোরিক্সা চালক।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত বৃহস্পতিবারও অটোরিক্সা চালিয়ে দুপুরের খাবার খেতে বাসায় এসেছিলেন। খাবার তৈরি হতে দেরি হওয়ায় পাশের বাড়ি চাচা রুবেল মিয়ার বড়িতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘরের মেইন সুইচ অফ করে শরীফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কুমিল্লা যাওয়ার পথেই শরীফ মারা যায়।
কসবা থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, এ বিষয়ে থানায় কেউ জানায়নি।