আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় স্কুলশিক্ষার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর 21 March 2022 ২০৩

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রাকচাপায় স্কুলশিক্ষার্থী নিহত কুমিল্লা-সিলেট সড়কের মীরহাটি নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় আজ সোমবার (২১ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার আলামিন হোসেনের মেয়ে। সে মিরহাটি এলাকার বঙ্গবন্ধু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। নিহতের স্বজন ও এলাকাবাসী সুত্র জানায়, আজ সোমবার সকালে ফাতেমা তার বাড়ির সামনে সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে আসার সময় ব্রাহ্মণবাড়িয়া শহরমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটিকে আটক করেন।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।এ এব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্হা গ্রহন করা হবে।