
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও কসবা উপজেলায় পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন তারা।আজ সোমবার সকালে সদর উপজেলার মীরহাটি গ্রামে রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাকচাপায় ফাতেমা আক্তার নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী এবং রবিবার সন্ধ্যায় বিরাসার-লালপুর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কায় বিল্লাল মিয়া (৬০) ও বিকেলে কুটি চৌমুহনী বাজারে প্রাইভেটকার চাপায় মো. আরিফ (৩০) নামে সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম ও সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। সড়ক পারাপারের সময় চলন্ত গাড়ির চাপায় ওই তিনজন মারা গেছেন বলে পুলিশের ওই দুই কর্মকর্তা জানিয়েছেন। জানা গেছে, কুমিল্লা-সিলেট মহাসড়কের মীরহাটি এলাকায় আজ সোমবার সকালে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় ফাতেমা আক্তার নামে এক স্কুল শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়। ফাতেমা স্থানীয় বঙ্গবন্ধু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং একই এলাকার আল-আমিন হোসেনের মেয়ে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করে।এদিকে রবিবার সন্ধ্যায় সদর উপজেলার বিরাসার-লালপুর সড়কের ইতালিবাড়ি মোড়ে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিল্লাল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি বিরাসার মোড় এলাকায় গিয়ে সড়ক পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় আহত হলে জেলা সদর হাসপাতালে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কসবার কুটি চৌমুহনী বাজার এলাকায় রবিবার বিকেলে ভাত খাওয়ার জন্য হোটেলে যেতে সড়ক পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক হয়। নিহতের বাড়ী কসবা উপজেলার শাহপুর গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. আরিফ।