আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়া স্থলবন্দরের বিপুল পরিমাণ ভারতীয় থ্রি-পিস জব্দ

আখাউড়া 22 March 2022 ২০৬

আখাউড়া।।

আখাউড়া স্থলবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থ্রি-পিস জব্দ করে। আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে দুই ভারতীয় যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ থ্রি-পিস জব্দ করেন। শুল্ক ফাঁকি দিয়ে এসব কাপড় ভারত থেকে দেশে আনা হয়েছে।
আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সোমবার (২১ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে ভারতীয় পাসপোর্টধারী কলকাতার দুই নাগরিক আবির রায় ও হেমলাল মন্ডল ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে বাংলাদেশে প্রবেশ করেন। ইমিগ্রেশনে তাদের কাজ সম্পন্ন হলেও যাত্রী ছাউনিতে বড় আকারের ছয়টি লাগেজ নিয়ে অন্ধকারে বসে ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী ও কাস্টমস স্থল শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মোস্তাক আহমেদ ওই দুই ভারতীয় পাসপোর্টধারীকে কাস্টমস ভবনে নিয়ে আসেন। এ সময় তাদের লাগেজ তল্লাশি করে বিভিন্ন ধরনের ২৮০টি থ্রি-পিস জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ এব্যাপারে আখাউড়া কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী বলেন, থ্রি-পিস গুলি নিয়ম বহির্ভূত হওয়ায় সেগুলো ডি এম করা হয়। নিয়ম অনুযায়ী ৪-৫ দিনের একটা সুযোগ রয়েছে। এ সময়ের মধ্যে পাসপোর্টধারীরা চাইলে সরকার নির্ধারিত সকল ট্যাক্স পরিশোধের মাধ্যমে মালামাল গুলি নিয়ে যেতে পারবেন। এই সময়ের মধ্যে পণ্য গুলো না নিলে আমরা স্থায়ী ভাবে জব্দ করে গোডাউনে পাঠিয়ে দিবো।
উল্লেখ্য, গত শনিবার (১৯ মার্চ) আখাউড়া স্থলবন্দরে লাগেজ পার্টির নিয়ন্ত্রণ ৬ সিন্ডিকেটের হাতে ও সোমবার (২১ মার্চ) আখাউড়া বন্দরে লাগেজ পার্টির দৌরাত্ম্য, শুল্ক ফাঁকি দিয়ে আসছে ভারতীয় পণ্য।