আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরের জিনদপুরে আবারও ধর্ষণ গ্রেপ্তার ২জন

নবীনগর 23 March 2022 ১৮৯

নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে প্রতিবন্ধী ধর্ষণের রেশ কাটতে না কাটতেই এবার ৪ মাসের অন্তঃসত্বা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। আটক দুই বখাটের নাম- উপজেলার জিনদপুর গ্রামের একাধিক অপরাধের হোতা সঞ্জয় মিয়ার ছেলে সুমন মিয়া (২০) ও কড়ইবাড়ি গ্রামের শাহ আলমের ছেলে বাবু (১৯)।
জানা গেছে, গত ২১ মার্চ  দুপুরে সিএনজি যোগে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে সিএনজি চালক জিনোদপুরের সঞ্জয় মিয়ার ছেলে সুমন মিয়া ও তার সহযোগী একই ইউনিয়নের কড়ই বাড়ি গ্রামের শাহ আলমের ছেলে বাবু মিয়া ধর্ষণ করে। পরে গৃহবধূ থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। নবীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার (২৩ মার্চ) সকালে অভিযুক্ত দুইজনকে আটক করে।
নবীনগর অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান, ধর্ষণের বিষয়টি নিশ্চিতের জন্য মেডিক্যাল পরীক্ষার জন্য গৃহবধূকে জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি আটককৃত দুইজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।