আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগরে নৌকা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নাছিরনগর 23 March 2022 ১৯০

নাসিরনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নৌকা থেকে পড়ে গিয়ে ঋত্বিক বিশ্বাস (৯) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার ভলাকুট ইউনিয়নের কুঠুই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ঋত্বিক ওই গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে। সে স্থানীয় বাঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।মৃতের পরিবারের বরাত দিয়ে বাঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অগ্নিশ্বর মজুমদার জানান, ঋত্বিক তার বাড়ির পাশের পুকুরে থাকা একটি নৌকায় খেলা করছিল। এ সময় নৌকা থেকে পানিতে পড়ে যায় ঋত্বিক। পরে তাকে মুমূর্ষু অবস্থায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।