আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে কবরস্থান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরাইল 23 March 2022 ১৯৪

সরাইল।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কবরস্থানের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার । আজ বুধবার (২৩ মার্চ) সকালে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের একটি কবরস্থান থেকে অঞ্চাত নামা মরদেহটি উদ্ধার করা হয়।তবে মরদেহটি দীর্ঘদিন আগের, এটি পচে নষ্ট হয়ে যাওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সরাইল থানার ওসি আসলাম হোসাইন বলেন, কবরস্থানের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মরদেহটি অন্তত ২০-২৫ দিন আগের। এর নিচের অংশ শিয়াল খেয়ে নষ্ট করে ফেলেছে। ওপরের অংশটুকুও কঙ্কাল হয়ে গেছে। তিনি আরও জানান, কবরস্থানটি গহীন অরণ্যে হওয়ায় সেখানে মানুষের আসা-যাওয়া ছিল না। দীর্ঘদিন যাবত এখানে কাউকে কবরও দেওয়া হয়ন। গ্রামের এক বাড়ির ছাগল কবরস্থানটিতে ঢুকে যায়। দুই কিশোর ছাগলটি আনতে গেলে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে গ্রামবাসীকে জানায়। তারা কবরস্থানে ঢুকে মরদেহটি দেখে সরাইল থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।