আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

স্ত্রী- ৪ সন্তান রেখে প্রতারণা করে প্রতিবন্ধীকে বিয়ে লাপাত্তা সেই প্রতারক অবশেষে গ্রেফতার

নবীনগর 24 March 2022 ২০৫

নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-৪ সন্তান থাকার পরও প্রতারণা করে বুদ্ধি প্রতিবন্ধীকে বিয়ে করে পালিয়ে যাওয়ার মামলায় অবশেষে গ্রেফতার করা হয়েছে প্রতারক রফিক মিয়া (২৪)কে। আজ বৃহস্পতিবার ভোরে তাকে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের ভান্ডুসার গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রফিক ওই এলাকার শহীদ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানা পুলিশের ওসি আমিনুর রশিদ জানান, আদালত থেকে জারি করা গ্রেফতারী পরোয়ানা মূলে রফিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতারণার শিকার ওই প্রতিবন্ধীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলার এক দিন মুজুরের বাড়িতে রফিক মিয়া নামের এক যুবক আশ্রয় চান। তখন সে জানিয়েছিল তার বাড়ি ময়মনসিংহ এবং সে এতিম ও তার কেউ নেই। অসহায় ভেবে সরল প্রকৃতির সেই দিন মুজুর যুবকটিকে আশ্রয় দেয়। এক পর্যায়ে যুবকটিকে নিজের সন্তানের মতো দেখাশোনা করেন। একপর্যায়ে যুবক রফিক নিজেকে অবিবাহিত দাবি করে দিন মজুরের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। এতে সেই দিন মজুর রাজি হয়ে তার মেয়েকে বিয়ে দেন রফিকের কাছে এবং তাদের সংসার চালাতে  ঋণ করে একটি ব্যাটারি চালিত অটো রিকশা ক্রয় করে দেন। এরকিছু দিন পর জানতে পারেন জেলার নবীনগরে রফিকের মা-বাবা, ভাই-বোন সবই রয়েছে। শুধু তা ই নয় রফিকের স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছে। বিষয়টি এক পর্যায়ে প্রতারক রফিক সবার কাছে স্বীকার করেন। তার পরিবারকে খবর দিলে মা ও ভাই দিন মজুরের পরিবারকে এসে আশ্বস্ত করেন, তার মেয়েকে স্বসম্মানে বাড়িতে নিয়ে যাবেন। এসময় তারা রফিককে সাথে করে নিয়ে যান। এরপর আর প্রতারক রফিকের কোন সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় দিনমজুরের পরিবার আদালতে মামলা দায়ের করেন। মামলাটি পিবিআইকে তদন্ত দিলে ঘটনার সত্যতা পায়। এই ঘটনায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে আজ রফিককে গ্রেফতার করে নবীনগর থানা পুলিশ।