আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়া দক্ষিণ ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ জানু মিয়া সড়কের শুভ উদ্বোধন

আখাউড়া 25 March 2022 ১৯১

আখাউড়া।।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জানু মিয়া সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৫ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামে ৬ ফুট প্রস্থে ২শ’ ৬০ ফুট দৈর্ঘ্য সড়কের উদ্বোধন করেন দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপির অর্থায়নে এই সড়কটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধন শেষে দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি। তারা জীবন বাজি রেখে এই পবিত্র ভূমিকে রক্ষা করেছে এবং দেশকে স্বাধীন করেছিল। মুক্তিযোদ্ধাদের স্মৃতিটুকু ধরে রাখার স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন ওনাদের মনে রাখতে পারে তার জন্য আমি আমার ইউনিয়নের প্রত্যেকটা রাস্তা সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তিনি আরও বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা জানু মিয়ার নিজস্ব জায়গাতেই এই সড়কটি নির্মাণ করেছি। হিরাপুর মধ্যপাড়ার মানুষের চলাচলের সুবিধার্থে ওনার সন্তানেরা প্রায় পাঁচ শতক জায়গা দান করেছে। এজন্য আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জানু মিয়ার ছেলে মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে লোকজন এই মাটির রাস্তা দিয়ে চলাচল করছে। এলাকাবাসীর সুবিধার্থে আমাদের পরিবারের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ছয় ফুট প্রসস্থ এবং প্রায় তিনশত ফুট দৈর্ঘ্য সড়কটির জন্য যায়গাটি দান করেছি। এ জন্য এলাকাবাসী অত্যন্ত উৎফুল্ল ও আনন্দিত। এলাকাবাসীর পাশাপাশি আমরাও গর্বিত। এজন্য আমি আমাদের অভিভাবক মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল এবং দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সড়ক উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, দক্ষিণ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মুকতু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহাব, বীর মুক্তিযোদ্ধা সাদেক উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা তাজুল হক শিকদার, স্থলবন্দরের আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষক মনিরুল ইসলাম, যুবলীগ নেতা শাহনেওয়াজ শানু,তাজুল ইসলাম, ফারুক আহমেদ প্রমুখ।