আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

কসবায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

কসবা, সারাদেশ 27 March 2022 ১৭৮

কসবা।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।আজ রোববার (২৭ মার্চ) সকাল ৯টায় উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের শ্যামবাড়ি ভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন সালাহউদ্দিন ওই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন।
কসবা থানার ওসি আলমগীর ভূইয়া জানান, সকালে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন সালাহউদ্দিন। পথিমধ্যে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।