আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জের আলোচিত দুই শিশুকে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক গ্রেফতার

আশুগঞ্জ 28 March 2022 ২৩০

আশুগঞ্জ।।

আশুগঞ্জের আলোচিত দুই শিশুকে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (২৮ মার্চ) বিকেল পৌনে ৫টায় ঢাকার আব্দুল্লাহপুর থেকে আশুগঞ্জ থানা পুলিশ মা রিমা বেগমের পরকীয়া প্রেমিক সফিউল্লাকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুররে একটি বাস কাউন্টারের সামনে থেকে সফিউল্লাকে গ্রেফতার করা হয়েছে। সে রংপুর যাওয়ার জন্য বাসের টিকিট কাটছিল। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেন ওনফে সুজন খানের দুই শিশু সন্তান ইয়াছিন (৭) ও মোরসালিনের (৫) রহস্যজনক মৃত্যু হয়। প্রথমে পরিবারের অভিযোগ ছিল, জ্বরাক্রান্ত ওই দুই শিশুকে নাপা সিরাপ খাওয়ানোর পর তাদের মৃত্যু হয়। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে দুই শিশুর মা রিমা বেগমই পরকীয়ার জেরে পরকীয়া প্রেমিক ও চালকলের শ্রমিক সর্দার সফিউল্লার দেওয়া বিষমাখা মিষ্টি খাইয়ে তাদের হত্যা করে। এ ঘটনায় ১৬ মার্চ রাতে রিমাকে গ্রেফতার করে পুলিশ। রিমা ও সফিউল্লার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন ওই দুই শিশুদের বাবা ইসমাইল হোসেন।পরে পুলিশ বিষটি গুরুত্বের সাথে আমলে নেয়।