
ব্রাহ্মণবাড়িয়া।।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস দিবস হরতাল চলছে। তবে হরতালের তেমন কোনো প্রভাব নেই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ উপজেলা গুলিতে। অন্য দিনের মতোই যানবাহন চলাচল করছে এবং সব কিছুই রয়েছে স্বাভাবিক। শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।আজ সোমবার (২৮ মার্চ) সকাল ৯টায় জেলা শহরের কুমারশীল মোড়,টেংকের পাড়,কোর্ট রোড,মডের গোড়া,টিএরোড,কালী বাড়ী মোড়,কাউতলী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতাল আজ সোমবার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয়েছে। হরতাল সমর্থনে কুমারশীল মোর এলাকায় একটি মিছিল করেছে জেলা সিপিবি। তবে তাদের হরতালে যারা সমর্থন দিয়েছিলেন সে দল গুলির নেতাদের মাঠে দেখা যায়নি।