আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নবীনগর 29 March 2022 ১৬৯

নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাফি ভূইয়া (১৯) নামে এক যুবকে ছুরিকাঘাতে হত্যা করছে বখাটেরা। সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার নিয়ামুল ভূইয়ার ছেলে।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, স্থানীয় বখাটে প্রদীপ (২০), রাফি (২১) এবং শিমুল (২০) স্থানীয় একটি মেয়েকে উত্যক্ত করতো। সোমবার সন্ধ্যায় রাফি ভূইয়া ইভটিজিংয়ে প্রতিবাদ করে। এ নিয়ে রাফির সাথে বখাটেদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাফিকে ছুরিকাঘাত করে প্রদীপ। পরে তাকে মুমূর্ষু অবস্থায় নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।