আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে প্রেমিককে ফোন কলে রেখে প্রেমিকার আত্মহত্যা

বিজয়নগর 29 March 2022 ৩৬৬

বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে এক প্রবাসী যুবতী আত্মহত্যার অভিযোগ মিলেছে। গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে মালয়েশিয়া প্রবাসী প্রেমিকের সাথে ফোনে কথা বলার সময় উপজেলার চতুরপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত শান্তা আখতার (২০) সৌদি আরব প্রবাসী ছিলেন। শান্তা উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চতুরপুর পূর্বপাড়া চৌধুরী বাড়ির মিস্টু মিয়ার মেয়ে। পরদিন শুক্রবার (২৫ মার্চ) সকালে বিষয়টি বিজয়নগর থানায় অবগত করা হলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়।
শান্তার বাবা মিস্টু মিয়া অভিযোগ করেন, দুই বছর আগে জীবিকা নির্বাহের জন্য শান্তাকে সৌদি আরব পাঠিয়েছিলেন। ওইখানে গিয়ে শান্তার সঙ্গে আখাউড়ার এক ছেলের প্রেম হয়। ওই ছেলে মালয়েশিয়ান প্রবাসী। তবে মেয়ের প্রেমিকের নাম জানেন না। বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে ওই প্রেমিকের সঙ্গে ফোন কলে একাধিকবার কথা হয়। রাতেই নিজে ঘরে ফোন কলে কথা বলার এক পর্যায়ে শান্তা ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করে। আত্মহত্যার পর শান্তির খাটের ওপর মোবাইলটি পাওয়া যায়। কিন্তু মোবাইলের লক খোলা যায়নি।
শনিবার বিকেলে ঘটনার বিষয় নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি মির্জা মুহাম্মদ হাসান বলেন, গত শুক্রবার বিকালে শান্তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। বিজয়নগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শান্তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধারে পুলিশ কাজ করছেন।