আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা

অন্যান্য, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 30 March 2022 ১৯৭

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শাহগীর আলম এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা।আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এফ এস জামিল পাভেল ও সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপনের নেতৃত্বে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত করেন।এ সময় জেলা প্রশাসক বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, আমি সকলের সাথে মিলে মিশে কাজ করতে চাই। সৌজন্য সাক্ষাত কালে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি খাইরুল কবীর,দপ্তর সম্পাদক সোহেল সরকার, কোষাধ্যক্ষ এনায়েত খান,সদস্য মনিরুজ্জামান মনির,জাকির হোসেন জিকু,এহসানুল হক রিপন,জায়েদুর রহমান, আমলগীর ও জসিম উদ্দিন প্রমুুখ। এ সময় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা বলেন আমরা পেশায় দায়িত্ব পালন কালে আপনার সহযোগিতা কামনা করি।
এসময় জেলা প্রশাসকের হাতে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের কমিটির সদস্য তালিকাটি তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক তিনি সহযোগিতার আশ্বস্ত করেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের।