
ব্রাহ্মণবাড়িয়া।।
লিগ্যাল এই কমিটি ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ শারমিন নিগার বলেছেন, গরীব- দ্ররিদ্র মানুষের আইনগত সহায়তা প্রদান ও ন্যায় বিচার প্রাপ্তিতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। এই সংস্থার মাধ্যমে বহু সাধারণ মানুষ কম খরচে তাদের আইনগত সহায়তা পেয়েছে। তবে জনকল্যানমূলক এই সংস্থার কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। বিশেষ করে সকলের মাঝে লিগ্যাল এইডের কার্যক্রমকে তুলে ধরতে হবে। যাতে মানুষ এই ব্যাপক উদ্যোগটি সম্পর্কে জানতে পারে। সেজন্য প্রচারণার পাশাপাশি লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও গরীর মানুষের আইনগত সহায়তা প্রদানে সকলকে একযোগে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, এই সংস্থাটির কার্যক্রমকে আরো বেশী গতিশীল করে তুলতে যেসকল এলাকায় কমিটি গঠিত হয়নি, সেসব স্থানে দ্রুতই কমিটি গঠন করা হবে। তিনি আজ বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে লিগ্যাল এইডি কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার রহিমা আলাউদ্দিন মুন্নির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু (ট্রাইবুন্যাল-১) জেলা জজ মোঃ সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ আবু ওবাইদা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে মোঃ মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ তানভীর ভূইয়া, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ। সভায় আগামী ২৮ এপ্রিল লিগ্যাল এইড দিবস উপলক্ষে নানা সিদ্ধান্ত গৃহিত হয়। এ সময় লিগ্যাল এইড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।