
সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পর্শে ইকবাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। মৃত ইকবাল মিয়া ওই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে। পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, আজ বুধবার সকাল ১০টায় বাড়ির নির্মাণাধীন সীমানা প্রাচীরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে গিয়ে ইকবাল বিদ্যুৎস্পর্শ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।