
নাসিরনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খাগালিয়া বিলে বড়শিতে ১৮ কেজি ওজনের একটি বিশাল বোয়াল মাছ ধরা পড়েছে। পরে বড়শিতে ধরা এই বোয়াল মাছটি চার হাত বদল হয়ে ১১৫৫ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। গত বুধবার বিকেলে ধরা পড়া এই মাছটি রাতের বেলা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা বাজারে বিক্রি হয়েছে। এর আগে বিশাল আকৃতির এই মাছটি দেখতে বাজারে ভিড় জমায় উৎসুক জনতা।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার বিকেলে নাসিরনগর উপজেলার খাগালিয়া বিল থেকে বড়শি দিয়ে মাছটি শিকার করেন স্থানীয় এক মৎস্য শিকারি সুজন মিয়া। পরে সুজন মিয়া মাছটিকে নাসিরনগর বাজারের আড়ৎদার দুলাল দাসের দোকানে নিয়ে যান। ১৮ কেজি ওজনের এই বোয়ালটি দুলাল দাস ১০৫০ টাকা কেজি দরে সুজন মিয়ার কাছ থেকে কিনে নেন। দুলাল দাস রাতেই মাছটিকে নিয়ে আসেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা বাজারে। মাছটিকে আনার পর সেটিকে দেখার জন্য স্থানীয় উৎসুক জনতা দোকানের সামনে হুমড়ি খেয়ে পড়েন। মেড্ডা বাজারের আড়ৎদার সুমন দাস মাছটিকে ১০৭০ টাকা কেজি দরে দুলালের কাছ থেকে কিনে নেন। পরে সুমন মাছটিকে ১১০০ টাকা কেজি দরে স্থানীয় মাছ ব্যবসায়ী অসিত দাসের কাছে বিক্রি করে দেন। মাছটির খোঁজ পেয়ে একই বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন এক হাজার টাকা লাভ দিয়ে অসিতের কাছ থেকে কিনে নেন।
এ ব্যাপারে নাসিরনগর বাজারের আড়ৎদার দুলাল দাস বলেন, “ মাছটি বিক্রি করে আমার লোকসান হয়েছে”। নাসিরনগর বাজার থেকে ১৮ কেজি ওজনের বোয়ালটি ১০৫০ টাকা কেজি দরে কিনে রাখি। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাজারে নিয়ে আসি। সেখানে মাছটিকে মাত্র ১০৭০ টাকা কেজি দরে বিক্রি করেছি। অটোরিকশা ভাড়া দিয়ে মাছটি বিক্রি করে আমার লাভ হয়নি।
এ ব্যাপারে মেড্ডা বাজারের আড়ৎদার সুমন দাস জানান, মেড্ডা বাজারে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ আসে। তবে ১৮ কেজি ওজনের বোয়াল মাছটি আসলেই বিরল। মাছটি দেখতে আমার দোকানের সামনে মানুষের ভীড় জমে।
মেড্ডা বাজারের মাছ ব্যবসায়ী অসিত দাস বলেন, আমি বাজারের আড়ৎদার সুমন দাসের কাছ থেকে ১১০০ টাকা কেজি দরে মাছটি কিনি। পরে বাজারের ব্যাবসায়ী আমজাদ হোসেন মাছটি দেখে এক হাজার টাকা লাভ দিয়ে (২০ হাজার ৮০০ টাকায়) নিয়ে যান।