আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে ট্রাক্টর চালকের মর্মান্তিক মৃত্যু

নবীনগর 1 April 2022 ২০০

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইট ভর্তি ট্রাক্টর উল্টে দুলাল মিয়া (২২) নামে এক ট্রাক্টর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক উপজেলার নবীনগর নারায়ণপুর গ্রামের গেন্দু মিয়ার ছেলে।খোঁজ খবর নিয়ে জানা গেছে,আজ শুক্রবার আনুমানিক সকাল ৯টার দিকে উপজেলার সাদেকপুর যমুনা ইটভাটা থেকে ইট নিয়ে নবীনগর আসার পথে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ পশ্চিম পাড়া ফিরোজ মিয়ার বাড়ির সামনে একটি অটোরিকসাকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টরটি খালের পাশে পরে গিয়ে একটি গাছের সাথে আটকে য়ায়।গাড়ির চালক দুলাল মিয়া ওই সময় কিছু বুঝে উঠার আগেই গাড়ি থেকে নামতে না পেরে গাছের ও ট্রাক্টরের চিপায় আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।সংবাদ পেয়ে নবীনগর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে দুলাল মিয়ার লাশ উদ্ধার করে। দুলার মিয়ার সাথে থাকা অন্য শ্রমিকরা লাফিয়ে গাড়ি থেকে নেমে জীবন রক্ষা করে।
দুলাল মিয়া পেশাদার ড্রাইভার ছিলেন না বলে জানিয়েছে তার পরিবার।এলাকাবাসী অভিযোগ করে বলেন, মাত্র আট ফুট প্রস্তের এই রাস্তাটি দিয়ে দিনরাত ইট নিয়ে ট্রাক্টর চলার কারনে বড়বড় গর্ত ও খানাখন্দে তৈরি হয়ে রাস্তা অনেক জায়গা চলাচলের অযোগ্য হয়ে গেছে, প্রায় সময়ই ঘটে নানান দৃর্ঘটনা, তাদের নিষেধ করার পরও তারা এই পথে সারাদিন রাত ইট আনা নেওয়া করে, পৌর মেয়রকে বারবার বলার পরও তিনি কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না।অবিলম্বে এই রাস্তা দিয়ে টাক্টর চলাচল বন্ধের দাবী করেন এলাকাবাসী।নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আমরা যতযত ব্যবস্থা গ্রহণ করা হবে।