আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ৩০

আশুগঞ্জ, সারাদেশ 2 April 2022 ২২০

আশুগঞ্জ।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৪ পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।আজ
শনিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে দফায় দফায় দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার চরচারতলা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানায়, চরচারতলা গ্রামের আনু সরকার বাড়ির লোকজনের সঙ্গে শেয়াল বাড়ির লোকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ শনিবার সকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এতে গুলিবিদ্ধ ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া এ ঘটনায় সরাইল আশুগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানসহ চার পুলিশ সদস্য, এক সাংবাদিকসহ আরও ২০ জন আহত হয়েছে। সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, সংঘর্ষে পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।