আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

শিলাউর গ্রামে পুর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলায় ৫জন আহত।।মোবারকের আবস্হা আশংকা জনক

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 2 April 2022 ২১৩
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। সরোজমিনে  ও থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২৭ মার্চ সন্ধ্যায় ১৫ বছর আগে ২০ হাজার টাকা চুরি ও মাছ চাষের পুকুর ইজারা নেওয়ার বিষয় নিয়ে শত্রুতার সুত্রপাত হয়।দীর্ঘ কয়েক বছর ধরে একই গ্রামের মৃত জরু মিয়ার ছেলে আহসান উল্লাহ গংরা সরকারী পুকুর ইজারা নিয়ে আসছিল।চলতি বছরে মৃত জাহের মিয়ার ছেলে মোবারক উক্ত পুকুরটি ইজারা পাওয়ায় আবার আহসান উল্লাহ গংদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।এর জের ধরে গত ২৭ মার্চ আহসান উল্লাহ গং নিরীহ মোবারকের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়।তাদের হামলায় আহত হয় মোবারক,আব্দুল মোতালিব,জাকির হোসেন,মহিউদ্দিন ও জীবন মিয়া।আহতদের সকলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্য রত চিকিৎসক আহত মোবারকের অবস্হা আশংকা জনক দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।বর্তমানে মোবারকের অবস্হা অশংকা জনক ঋবস্হায় আছে চিকিৎসকরা জানায়।নাম প্রকাশে অনিচ্ছুক শিলাউর গ্রামের অনেকেই বলেন,এই গ্রামের জরু মিয়ার ছেলেরা আগে থেকেই উশৃংখল জীবন যাপন করছে।এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে।তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না। এ এব্যাপারে আহত মোবারকের বোন বুশরা আক্তার বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন।এজাহারে আসামীরা হলেন মৃত জরু মিয়ার ছেলে আহসান উল্লাহ, মাহমুদ উল্লাহ, আতা উল্লাহ  ও রবি উল্লাহ সহ আরো ৩/৪জন গংরেয়েছে।মামলার বাদী বুশরা আক্তার জানান, গ্রামে আমরা নিরীহ হওয়ায় উক্ত সন্ত্রাসীরা আমার ভাইসহ অনান্যদের আক্রমন করতে সাহস পেয়েছে।আমার ভাইয়ের কিছু হলে তার সন্তান দের উপায় কি হবে।আমরা এ ঘটনায় পর থেকে চরম আতংকে দিনযাপন করছি।