
আখাউড়া।।
আখাউড়ায় তেলের বোতলের গায়ের মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে রাখায় তিন দোকানকে জরিমানা করেছে। এছাড়াও মেয়াদোত্তীর্ন স্যাম্পল ওষুধ রাখায় এক ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
আজ রোববার (৩ এপ্রিল) দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া জেলার আআখাউড়া উপজেলার বিভিন্ন দোকানে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সদস্যরা।আখাউড়া পৌর শহর, খরমপুর বাজার ও দুর্গাপুর চকবাজার মাজার রোডের বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়। এসময় তিনটি মুদি দোকানকে ৫ হাজার টাকা ও ওষুধের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক মেহেদী হাসান। তিনি জানান, অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্য তালিকা না থাকায় ও তেলের গায়ের মূল্য মুছে ফেলায় তিনটি মুদির দোকানকে জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হচ্ছে। এছাড়া মেয়াদোত্তীর্ণসহ চিকিৎসকের স্যাম্পল ওষুধ রাখায় একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।