আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

 নবীনগরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

জাতীয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 4 April 2022 ২১৮

নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার (০৪ এপ্রিল) ভোরে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত সুমন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, গ্রামের বাজারে সুমনের ফার্নিচারের দোকান আছে।ওই গ্রামের একটি বাড়িতে কয়েক বছর ধরে ভাড়া থাকতেন তিনি।আজ সোমবার ভোরে সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।