আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় দিনে দুপুরে সাড়ে ৯ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র

নবীনগর, বিশেষ প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 5 April 2022 ২৪৭

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় দিনে দুপুরে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের মসজিদ রোডে এ ঘটনা ঘটেছে।প্রতারণার শিকার আব্দুল আজিজের বাড়ী নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের চরিলাম গ্রামের আব্দুল মালেকের ছেলে। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।জানা যায়,আব্দুল আজিজ ব্রাহ্মণবাড়িয়া পোস্ট অফিস থেকে সাড়ে ৯ লাখ টাকা তুলে পায়ে হেঁটে প্রিমিয়ার ব্যাংকে যাচ্ছিল। পথে কেউ তাকে শার্টে কিছু একটা ছুঁড়ে মারে, এতে শাটর্টি ময়লা হয়ে যায় কিন্তু সে বুঝতে পারেনি। অজ্ঞাত একজন আব্দুল আজিজকে ডেকে শার্টে ময়লা লাগার কথা বলে। পরে ময়লা ধোয়ার জন্য পাশের মসজিদে যাই। টাকার ব্যাগটি মসজিদের গেটের কাছে রেখে পাশের ওজুখানা থেকে শার্টের ময়লা ধুয়ে কয়েক মিনিট পর এসে দেখে ব্যাগটি নেই।
এ এব্যাপারে আব্দুল আজিজ বলেন, প্রতারক চক্র পরিকল্পিতভাবে আমার টাকাগুলো হাতিয়ে নিয়েছে। আমার মেয়ের বিয়ের জন্য পেনশনের টাকাগুলো পোস্ট অফিসে রেখে ছিলাম। আমি বিষয়টি মৌখিকভাবে থানা পুলিশকে জানিয়েছি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, আমরা মৌখিক অভিযোগ পাওয়ার পর টাকা উদ্ধারে কাজ করছি।