
সরাইল।।
দিঘী খননের সময় নিমকাঠের তৈরি একটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। ৬ এপ্রিল বুধবার বিকেলে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টি-ঘর গ্রাম থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।স্থানীয়রা জানায়,খনন যন্ত্র দিয়ে বড় একটি দিঘীর একাংশের মাটি কাটার সময় মাটি উত্তোলন করতে গিয়ে খননযন্ত্রের মাথায় কাঁদা মাখা অবস্থায় মূর্তিটিকে দেখা যায়। খননকারীরা কষ্টিপাথরের মূর্তি ভেবে এটিকে সরিয়ে ফেলার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ গিয়ে মূর্তিটিকে উদ্ধারের পর থানায় নিয়ে আসে।এর সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি আসলাম হোসেন।তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মূর্তিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নিমকাঠের তৈরি। আমরা আইনি প্রক্রিয়া শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃপক্ষের হাতে মূর্তিটিকে তুলে দেব।