আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

সরাইল, সারাদেশ 8 April 2022 ২৩২

সরাইল।।
সরাইলে দেশি অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।আজ শুক্রবার (০৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সরাইল থানা পুলিশ এ তথ্য জানায়।আজ ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামবাদ নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কালিকচ্ছ গ্রামের আবু ছায়েদের ছেলে মো. সোহেল মিয়া (২৬), একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে জীবন মিয়া (৩০) ও ইসলামাবাদ গ্রামের মৃত হেবদু মিয়ার ছেলে খোকন মিয়া (২৮)। সরাইল থানার ওসি আসলাম হোসেন জানান, ভোরে একদল ডাকাত ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইসলামাবাদ নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করে।
তাদের নামে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আরও একটি মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।