আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগরের ভলাকুট ও ফান্দাউকে অষ্টমী পূন্য স্নানের মেলা অনুষ্ঠিত

নাছিরনগর 9 April 2022 ১৮৪

নাসিরনগর।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের, ভলাকুট লংগন নদীর পাড়ে ও ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক মোড়াকরি সীমান্তের কালি বাড়ি মন্দিরে চৈএ মাসের অষ্টমী তিথীতে শত শত বছরের পুরোনো ঐতিহ্যবাহি পূণ্য তীর্থ স্নানের মেলা আজ ৯ এপ্রিল ২০২২ রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।ভলাকুট বাজারের পূর্ব উত্তর পার্শ্বে বটবৃক্ষ আবৃত্ত চন্ডীতলা হাজারো সনাতনী মা বোনেরা ও তীর্থ গামী অতিথিগন পূন্য স্নান শেষে চন্ডিতলা মায়ের মন্দিরে ভক্তি নিবেদন করেন। বিগত দু বছরে করোনা মহামারীর কারনে অষ্ঠমী তিথীতে লোকের তেমন কোনো সমাগম হয় নাই।সরেজমিন এলাকায় গিয়ে দেখা যায় কয়েক বছরের ইতিহাসে ও এত লোকের সমাগম হয় নাই। এবছর তার বিরল দৃষ্টান্ত। বাজারের মিষ্টি ব্যবসায়ী গৌতম দেব এর সঙ্গে কথা হয় এক পর্যায়ে তার বেচাকেনা কেমন হয়েছে জানতে চাইলে সে জানায় অন্যান্য বছরের তুলনায় এই বছর বেচাকেনা অনেক ভাল। আরো জানায় এবছর এত লোকের সমাগম হবে তা আমরা বুঝতে পারিনি। যদি ধারণা করতে পারতাম তাহলে দোকানে আগ থেকেই মালামাল আরো বেশী করে সংগ্রহ করে রাখতাম ।