
আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজা কেনাবেচার দায়ে দুই যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত দুই যুবক হলেন দুলাল মিয়া (৩৯) ও আব্বাস মিয়া (২৮)। রোববার দুপুরে আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভু’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত দুলাল মিয়া পৌরশহরের সড়কবাজারের মৃত সাত্তার মিয়ার ছেলে ও আব্বাস মিয়া একই শহরের মসজিদপাড়া এলাকার মৃত সামছু মিয়ার ছেলে। জানা যায়, দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পৌরশহরের সড়কবাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ি দুলাল মিয়ার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় প্রায় এক শ গ্রাম গাঁজা কেনাবেচা করার সময় মাদক ব্যবসায়ি দুলাল মিয়া ও আব্বাস মিয়া নামের এক ক্রেতাকে তারা হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম মাদক বিক্রির দায়ে দুলাল মিয়াকে ছয় মাসের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দেন। এছাড়া গাঁজা কেনার দায়ে আব্বাস মিয়াকে তিন মাসের কারাদন্ড দেওয়ার পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদক কেনা ও বিক্রির দায়ে মাদক নিয়ন্ত্রণ আইনে ওই দুজনকে আর্থিক জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং যে কোন মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে বলে তিনি জানান।