
আখাউড়া।।
আখাউড়ায় মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে সোহাগ মিয়া (৩০) নামে এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে।আজ সোমবার (১১ এপ্রিল) ভোর পৌনে ৪ টার দিকে আখাউড়া রেলস্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সোহাগ উপজেলার কালিকাপুর গ্রামের মোস্তফা মিয়ার পালিত পুত্র ছিলেন।খবর পেয়ে রেলওয়ে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আখাউড়া রেলওয়ে থানার এস আই মোজাম্মেল খান জানান, ভোর পৌনে ৪ টার দিকে মদ্যপ অবস্থায় রেললাইন পারাপার হওয়ার সময় সোহাগ মালবাহী কন্টেইনার ট্রেনের নিচে কাটা পড়ে। এতে তার হাত, পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি আরো জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর আইনী প্রক্রিয়া চলছে।