
আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে বুধবার সকারে পুকুরের পানিতে ডুবে তানিয়া আক্তার (৩৫) নামে এক নারীর সলিল সমাধি হয়েছে। তিনি ওই গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে পরিবারের লোকজন দাবি করেছে।আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ্র রায় জানান, ওই নারী পানিতে ডুবে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।