
বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড পদায়ন করা হয়েছে। বিজয়নগর উপজেলায় মোহাম্মদ সাইফুল ইসলামকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়। গত ১২ এপ্রিল মঙ্গলবার চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী’র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের আদেশ জারি করা হয়।মোহাম্মদ সাইফুল ইসলাম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৬ ব্যাচের একজন কর্মকর্তা।