
আখাউড়া।।
আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের দাস পাড়ার সাবেক ইউপি মেম্বার হরিলাল দাসের বড় ছেলে আকাশ দাস (২১) পিলারের নিচে পৃষ্ঠ হয়ে মারা যায়।আখাউড়া উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের শেষ দিকে সিংগারবিল বাজার সংলগ্ন নূর সৈয়দ মার্কেটের দোকানের পিলারের ভেঙ্গে আকাশ দাসের উপরে পড়লে ঘটনা স্থলেই মারা যায় সে। এই ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আখাউড়া থানার ডিউটি অফিসার কে ফোন করে এই দূর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাই এবং তার সঙ্গে বলি যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসে উপস্থিত হন তিনি বললেন আমি এখন ই মোবাইল টিমকে জানিয়ে দিচ্ছি দশ মিনিটের ভিতরে চলে আসবে কিন্তু এক ঘন্টায় ও আসেনি পুলিশ ।এখন নিহতের ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারি নূর সৈয়দ মার্কেটের পিলার ভাংচুরের কাজ করার ছিলো নূর মার্কেটের মালিক মোঃ সৈয়দ জুয়েল কোন প্রকারের সেফটি ছাড়াই কাজ করায় তার প্রতিফল দিতে হলো আমার ভাইকে আমার বাবা বাংলা লিংকে চাকরি করে ঢাকাতে থাকেন উনি আমার বড় ভাই দিন মজুরের কাজ করে আমাদের কে ভরন পোষণ করতো এখন কে আমাদের কে ডাকবে ও দেখা শুনা করবে ।