
ব্রাহ্মণবাড়িয়া।।
বিপ্লবী উল্লাসকর দত্তের ১৩৭তম জয়ন্তীতে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের সভাপতি উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ জহিরুল ইসলাম স্বপন এবং সঞ্চালনায় ফেরদৌস রহমান বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায় অ্যাড.আব্দুর নুর,সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম,সহযোগী অধ্যাপক খালেদ হোসেন খান, কবি ও প্রাবন্ধিক মানিক রতন শর্মা, পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক মোমিল আলম বাবু,কবি ও কথাসাহিত্য আমির হোসেন, সিনিয়র লেকচারার কবি আবু হানিফ, কবি রোকেয়া রহমান কেয়া।শুরুতেই আবৃত্তি পরিবেশন করেন তিতাস সাহিত্য -সংস্কৃতি পরিষদের গুনী আবৃত্তি শিল্পী কৃতজ্ঞতা যাঁদের প্রতি যাঁরা অনুষ্ঠানকে সংবর্ধিত করেছন উদীচী জেলা সংসদের সহ-সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, শাহজাহান সোহেল, নদীর নিরাপত্তা বিষয়ক সামাজিক সংগঠন মো.শামিম আহমেদ, সংস্কৃতিজন জামিনুর রহমান, আবরণী আবৃত্তি সংগঠনের নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান পারভেজ, কবি নুরজাহান।