আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় মাটির নিচ থেকে দু’টি মর্টার শেল উদ্বার

আখাউড়া 17 April 2022 ১৮০

আখাউড়া।।

আখাউড়ায় মাটির নিচ থেকে দু’টি মর্টার শেল উদ্বার করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ভবানী পুর ও তারগনের মাটির নিচ থেকে উদ্ধার করা দু’টি মর্টার শেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।আজ রোববার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার খালাজোড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল মর্টার শেল দু’টির বিস্ফোরণ ঘটায়।আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মেজর ফারজানার নেতৃত্বে শেল দু’টির বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে উপজেলার ভবানীপুর ও তারাগন থেকে এ দু’টি সেল উদ্ধার করা হয়েছিল।ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এ দু’টি শেল অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।