
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ধানবোঝাই নৌকাডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।নৌকা ডুবির আট ঘণ্টা পর নিখোঁজ শ্রমিক বিল্লালের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ধানবোঝাই ওই নৌকাটি ডুবে যায়। নিহত শ্রমিক বিল্লাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়,সদর উপজেলার চাপুইর থেকে সকালে ধানবোঝাই নৌকাটি তিতাস নদী হয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দুজন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিলেন। চাপুইর এলাকায় কিছু দূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এসময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি সাঁতরে নদীর তীরে উঠে পড়েন। কিন্তু নিখোঁজ ছিলেন শ্রমিক বিল্লাল। নিখোঁজের পর ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারে নদীতে অভিযান চালান। পরে কিশোরগঞ্জ থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। বিকেল সাড়ে ৫টার দিকে বিল্লালের মরদেহ উদ্ধার করা হয়েছে।