আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

কসবায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আসবে বড় পরিবর্তন

কসবা, রাজনীতি 20 April 2022 ১৬৯

কসবা।।
করোনার ধকল কাটিয়ে এবার সংগঠন গোছানোয় ব্যস্ত হচ্ছে ক্ষমতাসীন দল কসবা উপজেলা আওয়ামী লীগ ও কসবা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি। গত কয়েক বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে উঠতে মরিয়া বিএনপি নামের দলটির নেতারা। এরই মধ্যে কসবা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘোষণা হয়েছে ১৪মে ২০২২ইং। একই সঙ্গে নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার করা। করোনাভাইরাস থেকে কিছুটা মুক্তি পেয়ে স্বাভাবিক হতে থাকে জনজীবন।আগামী জাতীয় সংসদ সির্বাচন পরিস্থিতি অনুকুলে থাকলে বিএনপি,জাতীয় পার্টি,জাকের পার্টি,সহ বিভিন্ন রাজনীতি দল মাঠে সাংগঠনিক ভাবে ব্যাপক কাজ করে চলেছেন। এরই মধ্যে সাংগঠনিক কাজে বেশ মনোনিবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির বিভাগীয় সাংগঠনিক টিমের তৎপরতা চোখে পড়ার মতো। টিম এরই মধ্যে জেলা-উপজেলা পর্যায়ে সফর করছে। বেশ কিছু জেলায় সম্মেলন, বর্ধিত সভা ও কমিটি করা হয়েছে। কিছু জেলা আওয়ামী লীগের নেতৃত্বের কোন্দল নিরসনে উভয়পক্ষের সঙ্গে কেন্দ্রীয় টিম বসে আলাপ-আলোচনা করেছে, নানা দিক নির্দেশনা দিয়ে শাখা সম্মেলন আয়োজনের তাগিদ দিচ্ছেন। যথাসময়ে সম্মেলন হবে এবং আওয়ামী লীগ নতুন নেতৃত্ব পাবে বলেও তাদের বিশ্বাস। তৃণমূলের নেতারা মনে করছেন, ‘সম্মেলনে কাউন্সিলরা গোপন ভোটে বা যোগ্য ও যোগ্যদেরকে বা মাঠ পর্যায়ের তৃণমূলের ত্যাগী নেতারা মূল্যায়ন পাবেন। রাজনীতির ভাষায় অনেকেই বলেন না হয় দল ক্রমশ দুর্বল হবে। এরই মধ্যে সম্মেলন হয়েছে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের। আসন্ন সম্মেলন ঘিরে আওয়ামী লীগের কর্মব্যস্ততার পাশাপাশি চায়ের দোকানে টেবিলটকে উঠে আসছে সাধারণ সম্পাদক পদে য়োগ্য ও নতুন নেতৃত্বের বিষয়টি। আওয়ামী লীগের সভাপতি পদ নিয়ে কোনো আলোচনা ও সমালোচনাও নেই। শুধু আলোচনা হচ্ছে সাধারণ সম্পাদক এর পদ নিয়ে। কে হচ্ছেন-বা হবেন সাধারণ সম্পাদক। কসবায় সম্ভাব্য সাধারণ সম্পাদক পদ নিয়েও রয়েছে আলোচনা আর সমালোচনা। সাধারণ সম্পাদক পদে ফেসবুকসহ আলোচনায় যারা: দলটির নেতাকর্মীদের আলোচনায়,সমর্থকদের দাবী ও সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কয়েকটি নাম উঠে আসছে। তারা হলেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলঅ চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন,কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন ভুইয়া বকুল,সাবেক ছাত্রনেতা ও তৃণমূল নেতা তসলিমুর রেজা, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভার সকলের প্রিয় মানুষ সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল,একজন প্রভাবশালী সাংবাদিকসহ আরও ৩/৪জন। মাননীয় আইনমন্ত্রীর দোয়া নিয়ে সাধারণ সম্পাদকের প্রার্থী হওয়ার জন্য অনেকেই অভিমত প্রকাশ করেছেন অপরাধ পত্র ও কসবা টিভিকে। অনেকেই বলেছেন; বিশ্বাসের আস্থারস্থল জননেতা আইনমন্ত্রী আনিসুল হক এমপি আসন্ন কসবা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কাউন্সিলদের গোপন ভোটে বা গ্রহণযোগ্য,দলের ত্যাগি তৃণমূল নেতাদের থেকে সাধারণ সম্পাদক বের হয়ে আসে তা হলে আগামীদিনে সরকার বিরোধীদলের আন্দোলনের সাথে মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন বলে প্রবীণ নেতাকর্মীরা অভিমত প্রকাশ করেছেন। সম্মেলন কাউন্সিলের ভোটে অনুষ্ঠিত হলে কাউন্সিলরা যোগ্য ও ত্যাগে নেতাকে নির্বাচিত করবেন বলে অধিকাংশ কাউন্সিলররা এই প্রতিবেদককে জানান।তবে আসন্ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নতুন চমক আসতে পারে বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন।